দিনাজপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ দিনাজপুর জেলা সদরের একটি সরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ২০০১ শিক্ষাবর্ষে এসএসসি (ভোকেশনাল) নবম শ্রেণিতে ৪ টি ট্রেডে ২০ জন করে ছাত্র-ছাত্রী ভর্তির মাধ্যমে ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট (ভিটিআই) নামে যাত্রা শুরু করে। দেশে ও বিদেশে দক্ষ জনশক্তি চাহিদা মেটানোর জন্য ১৯৯৬ সনে বিদ্যমান ৫১টি ভিটিআই এবং যে সকল জেলায় ভিটিআই বা টিটিসি নাই সে সকল জেলাগুলিতে আরো ১৩টি ভিটিআই স্থাপন করা এবং বিদ্যমান ট্রেড কোর্সের পরিবর্তে ২ বছর মেয়াদি এসএসসি (ভোকেশনাল) কোর্স (নবম, দশম শ্রেণি) চালু করা হয় । পরবর্তীতে ২০০৪ খ্রিঃ হতে এইচএসসি (ভোকেশনাল) কোর্সে একাদশ শ্রেণিতে এসএসসি (ভোকেশনাল) দশম শ্রেণি উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের ভর্তি করানো হয়। উক্ত কোর্স দুটো যথাক্রমে এসএসসি(বিজ্ঞান) ও এইচএসসি (বিজ্ঞান) এর সমমান। এইচএসসি (ভোকেশনাল) কোর্স (দ্বাদশ শ্রেণি) পাশের পর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (৪র্থ পর্বে)/বিএসসি ইঞ্জিনিয়ারি/ অনার্স কোর্সে ভর্তি হতে পারে। ২০২২ খ্রিঃ হতে জেএসসি (ভোকেশনাল) ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণির শিক্ষা কার্যক্রম চালু আছে। প্রতিষ্ঠানটির সকল কোর্স/শিক্ষাক্রম বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের কারিকুলামের আওতাভুক্ত। বর্তমানে প্রতিষ্ঠানটিতে জেএসসি (ভোকেশনাল) ৬ষ্ঠ শ্রেণিতে-৬০ জন, ৭ম শ্রেণিতে-৬০ জন,৮ম শ্রেণিতে-৬০ জন ছাত্র-ছাত্রী, এসএসসি (ভোকেশনাল) নবম শ্রেণিতে ৪টি ট্রেডে প্রথম ও দ্বিতীয় শিফটে ৩২০ জন ছাত্র-ছাত্রী, দশম শ্রেণিতে ৪টি ট্রেডে প্রথম ও দ্বিতীয় শিফটে ৩২০ জন ছাত্র-ছাত্রী, এইচএসসি (ভোকেশনাল) একাদশ শ্রেণিতে ৪টি ট্রেডে ২০০ জন ছাত্র-ছাত্রী এবং দ্বাদশ শ্রেণিতে ২০০ জন ছাত্র-ছাত্রী অধ্যয়ন করতে পারে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস